• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

যশোরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারদের সংবর্ধনা 

  • ''
  • প্রকাশিত ২৭ মার্চ ২০২৪

যশোর প্রতিনিধি:

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্বে এবং দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত  মঙ্গলবার সকালে টাউন হল মাঠে যশোর জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার এর সভাপতিত্বে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্বে এবং দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান  অতিথি হিসেবে যশোর-৩ আসনের সংসদ সদস‍্য কাজী নাবিল আহমেদ এমপি, যশোর জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) প্রলয় কুমার জোয়াদার  জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এ্যাড মাহমুদ হাসান বুলু, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন,বীর মুক্তিযোদ্ধা এ্যাড রবিউল আলম, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি প্রমূখ।

 ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।আলোচনা সভা শেষে শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads